অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটে প্রস্তুতি ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ১২৪ রান করে। জবাবে বাংলাদেশ ৯ বল হাতে রেখে জয় তুলে নেয়।
এদিন অনুষ্ঠিত অন্যান্য ম্যাচে ভারত, পাকিস্তান, অষ্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে। ভারত স্কটল্যান্ডকে ১১৯ রানে, পাকিস্তান টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ১১ রানে নাইজেরিয়াকে, অস্ট্রেলিয়া ১৪০ রানে মালয়েশিয়াকে হারিয়েছে।
যুক্তরাষ্ট্র চমকে দিয়েছে নিউজিল্যান্ডকে। তারা ১৩ রানে জয় পেয়েছে। আগে ব্যাট করে যুক্তরাষ্ট্র ৮ উইকেটে ১২০ রান করে। জবাবে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়ে ১০৭ রান করে।
অন্য ম্যাচে এমসিএ আমন্ত্রিত একাদশকে আয়ারল্যান্ড ১০ উইকেটে হারিয়েছে। সামোয়াকে ইংল্যান্ড হারিয়েছে ৯ উইকেটে। নেপালের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ৯ রানে।