আগামীকাল (রবিবার) বাংলাদেশ সময় দুপুর দুইটায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া।
কয়েক মাস আগেই আইসিসির একদিনের বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। রোহিত-বিরাটদের হয়ে বদলা নেওয়ার সুযোগ উদয়-সচিনদের কাছে। অন্যদিকে, হাগ ওয়েবজেনের নেতৃত্বে অজি যুবাদের লক্ষ্য প্যাট কামিন্সদের অনুসরণ করে আরো একটি শিরোপা নিজেদের ঘরে তোলা।
যুবাদের বিশ্বকাপের এবারের আসরে ভারতের মতো ভাল ফর্মে রয়েছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দল। উদয় সাহারানদের মতোই টানা জিতে ফাইনালে উঠেছে হাগ ওয়েবজেনের দলও। চলতি যুব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত হারিয়ে দেয় আয়োজক দক্ষিণ আফ্রিকাকে।
অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে অস্ট্রেলিয়ার যুব দল। ছোটদের বিশ্বকাপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। খেতাব ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী গত বারের চ্যাম্পিয়ন ভারতও।
ভারত ও অস্ট্রেলিয়া এই নিয়ে মোট তিনবার যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে। অর্থাৎ, এর আগে আরও ২ বার যুব বিশ্বকাপের ফাইনালে একে অপরের বিরুদ্ধে লড়াই চালিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত যে দু’বার ভারত বনাম অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপের ফাইনাল দেখা গিয়েছে, দু’বারই অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














