অবশেষে বোর্ডের শর্তে রাজি হলেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়া ৫২তম সেঞ্চুরি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারত দলে যেন নিজের জায়গা পাকা করে ফেললেন। প্রধান কোচ গৌতম গম্ভীর ও ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ, বিশ্বকাপে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হবে।
সেই শর্তে কোহলি রাজি না হওয়ায় তার ভক্তদের মনে অস্বস্তি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত এই ডানহাতি ব্যাটার বিজয় হাজারে ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। কোহলির রাজ্য দল দিল্লির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ডিডিসিএ-র সভাপতি রোহান জেটলি এই কথা জানিয়ে দিয়েছেন।
সংবাদ সংস্থা পিটিআই তাকে উদ্ধৃত করে জানিয়েছে, কোহলি দিল্লির হয়ে দেশের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফিতে খেলবেন। ১৫ বছর পর আবার ঘরোয়া এক দিনের ক্রিকেটে খেলবেন কোহলি। গত বছর রঞ্জি ট্রফির একটি ম্য়াচ খেলেছিলেন তিনি। কিন্তু ২০১০ সালের পর থেকে বিজয় হাজারেতে দেখা যায়নি তাকে।
২৪ ডিসেম্বর থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত বিজয় হাজারে ট্রফি হবে। তবে পুরো টুর্নামেন্টে তার খেলা নির্ভর করছে জাতীয় দলের সূচির ওপর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ১১ জানুয়ারি থেকে শুরু। তার আগে ঘরোয়া এই প্রতিযোগিতার বেশ কয়েকটি ম্যাচ হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











