অবশেষে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরির দেখা পেলেন আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। মঙ্গলবার লিজেন্ডস অফ রূপগঞ্জর বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি পেয়েছেন তিনি। অবশ্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেঞ্চুরি করে ১০১ রানে অপরাজিত আছেন তিনি।
তার আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অফ রূপগঞ্জ ৫০ ওভারে ৬ উইকেটে ২৯২ রান তোলে। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায় আবাহনী। এরপর জিসানের সঙ্গে ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে ১০৬ বলে ১২ বাউন্ডারি ও চার ছক্কায় ১০০ রান পূর্ণ করেন।
অবশ্য সেঞ্চুরির পর আর নিজের ইনিংস বড় করতে পারেননি। ১০১ রান করে বিদায় নেন শান্ত। ১০৮ বলে ১২ চার ও দুই ছক্কায় এ রান করেন। তখন ৩৮.১ ওভারে ৫ উইকেটে আবাহনীর না ২২০।