অবশেষে হারমানপ্রিতকে ‍দুই ম্যাচ নিষিদ্ধ করলো আইসিসি

বিশ্ব ক্রিকেটে এখনও আলোচনা-সমালোচনার কেন্দ্রে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কাউর। মাঠে আম্পারদের সিদ্ধান্তের রিরোধিতা করে স্ট্যাম্পে আঘাত এবং পুরস্কারমঞ্চে সমালোচনা করায় তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি।

গত ২২ জুলাই মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে, অনুষ্ঠিত ওডিআই সিরিজ নির্ধারণী ম্যাচে ভারতীয় নারী দলের অধিনায়ক হারমানপ্রিত খেলার ৩৪তম ওভারে নাহিদা আক্তারের বলে সুইপ করতে গিয়ে স্লিপে ক্যাপ দেন। কিন্তু আম্পায়ার তানভিরের দেয়া আউটের সিদ্ধান্ত মানতে না পেরে ব্যাটের আঘাতে স্ট্যাম্প ভাঙেন। এখানেই থেমে থামেননি বিশ্ব ক্রিকেটের পরিচিত এই মুখ। মাঠে বাজে আচরণ করেই থেমে থাকেননি তিনি। পুরস্কারবিতরণী মঞ্চে আম্পারিং নিয়ে প্রকাশ্য সমালোচনা করেন। পাশাপাশি এও বলেন, ভবিষ্যতে বাংলাদেশে খেলতে এলে আম্পারিংয়ের বিষয়টি মাথায় রেখেই খেলতে আসবেন বলে জানান তিনি। এর আগে অনুষ্ঠান সঞ্চালনার সময় সারাক্ষণই সতীর্থ খেলোয়াড়দের সাথে হাসিঠাট্টায় মেতে ছিলেন।

ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ করায় আইসিসির ২.৮ ধরা লঙ্ঘনে লেভেল ২ অপরাধে ম্যাচ ফি’র ৫০ শতাংশ অর্থ জরিমানা এবং ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হারমানপ্রিত। আন্তর্জাতিক ম্যাচে ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে জনসাধারণের সমালোচনা করায় আইসিসির ২.৭ ধারা লঙ্ঘনের অপরাধ লেভেল ওয়ান অপরাধে গণ্য হওয়ায় ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা ও হয়েছে তার।

অর্থাাৎ ২ ম্যাচের নিষেধাজ্ঞা ছাড়াও হারমানপ্রিতকে ম্যাচ ফি’র ৭৫ শতাংশ জরিমানা গুনতে হবে। মঙ্গলবার বাংলাদেশ সময় ৭টা ১৩ মিনিটে আইসিসি ই-মেইলে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। 

হারমানপ্রিতের বিপক্ষে অভিযোগ এনেছেন অন-ফিল্ড আম্পায়ার তানভির আহমেদ, মোহাম্মদ কামরুজ্জামান, টিভি আম্পায়ার মনিরুজ্জামান এবং চতুর্থ আম্পায়ার আলী আরমান রাজন। হারমানপ্রিত তার অপরাধ স্বীকার  করায় আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল ম্যাচ রেফারি আক্তার আহমেদ শিপারের শুনানির মুখে পড়তে হয়নি।

Exit mobile version