অবসরের পরিকল্পনা জানালেন সাকিব

তামিম-সাকিব নিয়ে পুরো ক্রিকেট বিশ্ব এখন সরগরম। এরই মধ্যে নিজের ক্রিকেট ক্যারিয়ারের পরিকল্পনা জানিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক। পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে।

অবশ্য ২০২৫ সাল নাগাদ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও সাকিবের ভাবনায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ২০২৪ সাল পর্যন্ত। ওই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই এই ফরম্যাটে শেষ দেখা যেতে পারে সাকিবকে। আর টেস্ট থেকে হয়তো আরও আগেই বিদায় নেবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে সাকিব বলেন, এশিয়া কাপের পর অধিনায়কত্ব প্রায় ছাড়তেই বসেছিলেন তিনি, তবে দলের ম্যানেজমেন্টের সঙ্গে আলাপের পর সিদ্ধান্ত বদলান।
সাকিব বলেন, ”বর্তমান বাস্তবতায় আমি কেবল বিশ্বকাপ পর্যন্ত দলের নেতৃত্বে আছি। এর একদিনও বেশি নয়।“ সাকিব জানান, তিনি গেল ১৭ সেপ্টেম্বরই দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে সেই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। পাশাপাশি বিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকেও ই-মেইল করে নিজের সিদ্ধান্তের কথা বলেন।

সাকিবের ভাষায়, “ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দলের নেতৃত্ব আমার জন্য বাড়তি কিছু যোগ করছে না। আমি কেবল ১০ ওভার বল করতে চাই। ফিল্ডিংয়ে নিজের সেরাটা দিতে চাই, আর ব্যাটিংটা করতে চাই।”

সাক্ষাতকারে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়েও নিজের আশার কথা বলেছেন সাকিব। ”আমি বিশ্বাস করি, আমরা এই বিশ্বকাপে ভালো কিছু করতে পারব। আপনাদের সমর্থন থাকলে আমরা আসলেই ভালো কিছু করতে পারব।”

Exit mobile version