অবসর ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান ডেভিড ওয়ার্নার

কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডেভিড ওয়ার্নার অবসর নিয়েছেন। কিন্তু না! অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিলতে চান অজি এই তারকা! খেলতে চান আগামী বছর হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি।

অবশ্য ওয়ার্নার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আগ্রহের কথা আগেও জানিয়েছিলেন। নতুন করে আবারও নিজের আগ্রহের কথা প্রকাশ করলেন ইনস্টগ্রামে।

গত জানুয়ারিতে টেস্টকে বিদায় বলা কয়েক দিন আগেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেন। ওয়ানডেকেও বিদায় বলেছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর। তবে ওয়ার্নার জানান, আপাতত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন।

তিনি বলেন,‘দীর্ঘ পরিসরে এতদিন ক্রিকেট খেলার অভিজ্ঞতাটা অবিশ্বাস্য। অস্ট্রেলিয়াই ছিল আমার দল। আমার ক্যারিয়ারের বড় অংশই ছিল আন্তর্জাতিক পর্যায়ের। সেখানে খেলতে পারাটা ছিল গর্বের। কিছু সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যেতে চাই। পাশাপাশি সুযোগ পেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে চাই আমি।’

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে ইংল্যান্ড সফর করবে। সেখানে টপ অর্ডারের জন্য নতুন প্রজন্মের প্রতিভার দিকেই তাকিয়ে থাকবে অজিরা। তাই ওয়ার্নারের এমন চাওয়া শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় কিনা সময়ও বলে দেব।

উল্লেখ্য’ অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে ওয়ার্নার করেছেণ ৬ হাজার ৯৩২ রান। গড় ৪৫.৩০। আছে ২২টি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার অজিদের হয়ে এই ফরম্যাটে সর্বকালের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকা

Exit mobile version