হারারে টেস্টে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে নাজুক অবস্থা আফগানিস্তানের। প্রথম ইনিংসেমাত্র ১২৭ রানে অল আউট হওয়া আফগানিস্তান দ্বিতীয় দিন শেষে ১৯৮ রানে পিছিয়ে পড়েছে। তাদের প্রথম ইনিংসের জবাবে স্বাগতিক জিম্বাবুয়ে ৩৫৯ রান করে। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩৪ রান করতে ১ উইকেট হারিয়েছে।
জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন বেন কুরান। ১২১ রানের ঝলমলে এক ইনিংস তার। নিক ভেলচ, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা ও ব্রাড ইভান্সের চমৎকার ব্যাটিং স্বাগতিক দলের রানকে সমৃদ্ধ করে।
আফগানিস্তানের অন্য বোলাররা হতাশ করলে সাফল্যের হাসি হেসেছেন জিয়াউর রহমান। স্বপ্নের মতো অভিষেক হয়েছে এ বোলারের। নিয়েছেন সাত উইকেট। উইকেট শিকারে তিনি কোনো সতীর্থের সহায়তা নেননি। সাত উইকেটের চারটি বোল্ড আর তিনটি এলবিডব্লিউ। ১৯৮২ সালে পাকিস্তানের ইমরান খান এমন কৃতিত্ব দেখিয়েছিলেন। ৩২ ওভারে ৯৭ রনে তিনি এই সাত উইকেট শিকার করেন।
জবাবে আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ৩৪ রান করেছে। ইব্রাহিম জাদরান ২৫ রানে অপরাজিত। তার সঙ্গে আচেন রাহমানুল্লাহ গুরবাজ। তার রান ৭। আউট হয়েছেন আব্দুল মালিক। ২ রান তার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















