অভিষেকেই ৯ উইকেট সাকিবের

কাউন্টি ক্রিকেটে মাত্র এক ম্যাচের জন্য সাকিব আল হাসানকে দলে টেনেছিলো সারে। যার মূল উদ্দেশ্যই ছিল স্পিন বোলিং বিভাগটাকে আরো কার্যকরী করে তোলা। নিজের উপর থাকা দলের প্রত্যাশা পূরণ করেছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সারের প্রথম ইনিংসে ৪ উইকেট পেয়েছিলেন সাকিব। গতকাল তৃতীয় দিনে ররি বার্নস টানা বল করিয়েছিলেন। সাকিবও দিয়েছেন প্রতিদান। দিন শেষে ঝুলিতে ছিল ৪ উইকেট। আর শেষদিনে এসে সমারসেটের শেষ উইকেটও পেয়েছেন তিনিই। ১৩ বছর পর কাউন্টি ক্রিকেটে ফিরে পেলেন পাঁচ উইকেটের দেখা।

সাকিবের এমন বোলিংয়ের সুবাদে ম্যাচে সুবিধাজনক অবস্থায় আছে সারে। তৃতীয় দিনের শেষে সমারসেটের লিড ১৯০ রান। চতুর্থ দিনের শুরুতে যোগ করেছে আরও ৩০ রান। শেষদিনে বাকি আছে আড়াই সেশনের খেলা। সারের সামনে লক্ষ্য এখন ২২১ রান।

Exit mobile version