অভিষেকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভারতের বড় জয়

প্রথম টি-টোয়েন্টিতে মাত্র ১১৫ রান করার পরেও ভারতকে ১৩ রানে হারিয়ে দেয় জিম্বাবুয়ে। সেসময় বিশ্বচ্যাম্পিয়নদের এমন বাজে পারফরম্যান্স আর জিম্বাবুয়ের দুর্দান্ত বোলিং অবাক করেছে পুরো ক্রিকেট বিশ্বকে। তবে একদিন বাদেই নিজেদের সামর্থ্য দেখালো শুভমান গিলের ভারত। ২৩৪ রানের বিশাল পাহাড় গড়ার পর স্বাগতিকদের তাঁরা হারিয়েছে ১০০ রানে।

২৩৪ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার ইনোসেন্ট কাইয়ার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। তবে তাঁরা ম্যাচে ফেরে ওয়েসলি মাধবিরে এবং ব্রায়ান বেনেতের ব্যাটে ভর করে।

সর্বোচ্চ ৪৩ রান করে ওয়েসলি মাধবিরে। আর ৯ বলে ২৬ রানের ঝড় তুলে আউট হয়ে যান ব্রায়ান বেনেত। ব্রায়ান বেনেত মুকেশ কুমারের বলে দলীয় ৪০ রানের মাথায় আউট হয়ে যাওয়ার পরই ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। আবেশ খানের বলে ডিওন মায়ার্স শূন্য রানে, সিকান্দার রাজা ৪ রান করে আউট হয়ে যান।

জোনাথন ক্যাম্পবেল ১৮ বলে ১০ রান করে আউট হন। এরপর ক্লাইভ মাদান্দে শূন্য রানে, ওয়েলিংটন মাসাকাদজা ১ রান করে আউট হন। শেষ মুহূর্তে লুক জংউই ২৬ বলে ৩৩ রান করে পরাজয়ের ব্যবধান কমান। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

এ জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরলো ভারত।

Exit mobile version