অভিষেকে আলো ছড়ালেন স্যাম কনস্টাস

হাফ সেঞ্চুরির পর স্যাম কনস্টাস

অভিষেক টেস্টেই নির্বাচকদের চমকে দিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাস। ভারতের বিপক্ষে মেলবোর্নে শুরু হওয়া টেস্টে তিনি অভিষেকেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। করেছেন ৬০ রান। আর তাতেই সকালের সেশনটা বেশ ফুরফুরে মেজাজে কেটেছে অস্ট্রেলিয়ার। লাঞ্চের আগে তারা এক উইকেট হারিয়ে ১১২ রান জমা করেছে।

বয়স মাত্র ১৯ হলে কি হবে ভারতের বোলারদের বেশ নাকানি চুবানি খাইয়েছেন কনস্টাস। মারকুটে স্টাইলে ব্যাট চালিয়েছেন। ৬৫ বলে করেছেন ৬০ রান। এ ইনিংসটি খেলতে তিনি সাজিয়েছেন চার ও ছয়ের ফুলঝুড়িতে। চারটি বাউন্ডারির পাশাপাশি দুটো ওভার বাউন্ডারি মেরেছেন। উসমান খাজাকে নিয়ে প্রথম উইকেটে তিনি ৮৯ রানের জুটি গড়েন। বর্তমান সিরিজে প্রথম উইকেটে অস্ট্রেলিয়ার এটা সর্বোচ্চ সংগ্রহ।

রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে যখন তিনি ক্রিজ ছেড়েছেন তখন মেলবোর্নে উপস্থিত ৯০ হাজার দর্শক দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়েছেন।

কনস্টাসের মতো সঙ্গী পেয়ে উসমান খাজার ব্যাটেও রানের সুবাস। ৩৮ রানে অপরাজিত থেকে তিনি লাঞ্চে যান। এবারের সিরিজে এটাই তার সর্বোচ্চ সংগ্রহ। আগের তিন টেস্টের ছয় ইনিংসে তার সর্বোচ্চ রান ছিল ২১। চার ইনিংসে তিনি ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কে নিতে ব্যর্থ হন। সে অবস্থার কারণে হয়তো দেখেশুনে খেলছেন তিনি। ৭৩ বলে ৩৮ রানে অপরাজিত। বড় কোনো শটের দিকে মনোযোগী হচ্ছেন না। তিনটি বাউন্ডারি তার ইনিংসে। মার্নাস লাবুশেন ১২ রান নিয়ে তার সঙ্গে অপরাজিত।

Exit mobile version