আইপিএলে ২০৫ রানের বিশাল সংগ্রহ করেও জয় না পাওয়ার হতাশা নিয়ে এবারের আসর থেকে বিদায় নিল লখনৌ সুপার জায়ান্টস। প্লে-অফের দৌড়ে টিকে থাকার জন্য জয়ের বিকল্প ছিল না তাদের। কিন্তু অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে তাদের স্বপ্ন ভেঙে দিল সানরাইজার্স হায়দরাবাদ।
অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে লখনৌ। শুরুতে মিচেল মার্শ ৩৯ বলে ৬৫ এবং এইডেন মারক্রাম ৩৮ বলে ৬১ রানের দুটি শক্ত ইনিংস খেলেন। পরে নিকোলাস পুরান ২৬ বলে ঝড়ো ৪৫ রান যোগ করলে স্কোরবোর্ডে ২০৫ রান জমা হয়, ৭ উইকেট হারিয়ে।
মনে হচ্ছিল এত বড় লক্ষ্য টপকানো সহজ হবে না। কিন্তু হায়দরাবাদকে উড়ন্ত সূচনা এনে দেন তরুণ ব্যাটার অভিষেক শর্মা। মাত্র ১৮ বলে ফিফটি করে ২০ বলে করেন ৫৯ রান, যার মধ্যে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা। তার দেখানো পথে হেনরিক ক্লাসেন (২৮ বলে ৪৭), ইশান কিশান (২৮ বলে ৩৫) এবং কামিন্দু মেন্ডিস (২১ বলে ৩২) লখনৌর বোলারদের চাপে ফেলেন।
শেষ পর্যন্ত মাত্র ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে হায়দরাবাদ। ১২ ম্যাচে লখনৌর সংগ্রহ ১০ পয়েন্ট, আর হায়দরাবাদের ৯। যদিও তাদের ২টি করে ম্যাচ বাকি, তবুও নেট রানরেটের কারণে প্লে-অফ থেকে কার্যত বিদায় নিতে হলো লখনৌকে। এবার শুধু আনুষ্ঠানিকতা বাকি।
