অভিষেক বিশ্বকাপেই জয়ের নায়ক রিশাদ

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটে জিতেছে টাইগাররা। এদিন বল হাতে লঙ্কানদের ১২৪ রানে থামিয়ে এক ওভার দুই উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় শান্তরা। বাংলাদেশের জয়ে বড় অবদান ছিল রিশাদের।

এছাড়া বাঁ–হাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে ১৭ রানে ফিজ নেন ৩ উইকেট। সমান ৪ ওভারে ২২ রানে রিশাদ ৩ উইকেট নেন। মিডল ওভারে লঙ্কানদের রান নিয়ন্ত্রণের পাশাপাশি ক্রমাগত উইকেট নিয়ে তিনি মূলত তাদের মেরুদণ্ড ভেঙে দেন রিশাদ।

জয়ের পর তিনিও পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। নিজের অনুভূতি জানিয়ে রিশাদ বলেন, ‘আজকের পিচ ভালো, সেটিকে আমি কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। (হ্যাটট্রিকের সুযোগ) কাজে লাগানোরও আমার স্বাভাবিক প্রচেষ্টা ছিল।’

শ্রীলঙ্কার ইনিংসে ১০০ রানে ৩ উইকেট পড়েছিল। এরপর বড় স্কোরের স্বপ্ন দেখেছিল লঙ্কানরা। কিন্তু না। ১৫তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন রিশাদ। সেখানেই বদলে যায় বাংলাদেশের ভাগ্য, পরে সময় যত গড়িয়েছে ততই ভাগ্য ফিরেছে টাইগারদের দিকে।

Exit mobile version