টানা দ্বিতীয় ম্যাচ জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। কেপটাউন বৃহষ্পতিবার অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তান ৮১ রানের বড় ব্যবধানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারায়। ৪৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে পাকিস্তানের করা ৩২৯ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ২৪৮ রানে অল আউট হয়। এ জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখে পাকিস্তান জয় নিশ্চিত করেছে।
পাকিস্তানের এ ম্যাচে জয়ের মূল নায়ক সত্যিকার অলরাউন্ডিং পারফরম্যান্স। মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম ও কামরান গুলামের চমৎকার ব্যাটিংয়ের পর বল হাতে জ্বলে উঠেছিলেন শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ। আর তাতেই দক্ষিণ আফ্রিকা একদিকে যেমন বিশাল রানের চাপে পড়ে তেমনি ব্যাট হাতে বিপর্যয়ের মুখোমুখি হয়।
টসে হারের পর ব্যাট হাতে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। বিনা রানে হারায় ওপেনার আব্দুল্লাহ শফিককে। তবে ব্যাটিং নিয়ে আর দুঃশ্চিন্তায় পড়তে হয়নি পাকিস্তানকে। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান সব দুঃশ্চিন্তা দূর করে দেন। তৃতীয় উইকেটে তারা ১১৫ রান যোগ করেন। পাকিস্তানের জন্য স্বস্তির বিষয় বাবর আজমের রান। সাবেক এই অধিনায়কের সঙ্গে রানের একটা আড়ি হয়েছিল। এ ম্যাচের মাঝ দিয়ে হয়তো আবার ভাব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ২২ ইনিংস পরে পেয়েছেন হাফ সেঞ্চুরি। ৭৩ রান করেছেন। ৮২ বলে ৮০ রান রিজওয়ানের। তবে পাকিস্তানের সংগ্রহ বেশি সমৃদ্ধ হয়েছে কামরান গুলামের ব্যাটিংয়ে। মিডল অর্ডার এই ব্যাটার ৩২ বলে খেলেছেন ৬৩ রানের ইনিংস। চারটি বাউন্ডারির পাশাপাশি পাঁচটি ছিল ওভার বাউন্ডারি।
মার্কো ইয়ানসেন ৩ উইকেট শিকার করেন। মাফাকার শিকার ৪ উইকেট। দুইজনের খরচ হয় যথাক্রমে ৭১ ও ৭২ রান।
লড়াইটা ভালোই শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এই বিশাল রান টপকাতে যে ধরণের ব্যাটিং প্রয়োজন ছিল তা করতে পারেনি তারা। ব্যতিক্রম ছিলেন হেনরিক ক্লাসেন। একাই লড়ছেন। করেছেন ৯৭ রান। তার ব্যাটিংয়ের সুবাদে ৩৩.১ ওভারে ৪ উইকেটে ১৮৫ রান করে পাকিস্তানের জবাবটা ভালোভাবেই দিচ্ছিল তারা। তবে শাহীন আফ্রিদি এক ঝটকায় দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ থেকে ছিটকে দেন। দ্রুত চার উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের লড়াইয়ের শক্তি কেড়ে নেন।
আফ্রিদি ৪৭ রানে ৪ উইকেট নিয়েছেন। নাসিম শাহ’র শিকার ৩ উইকেট।
স্কোর কার্ড
পাকিস্তান: ৩২৯/১০ (৪৯.৫ ওভার)। (রিজওয়ান ৮০, বাবর ৭৩, কামরান ৬৩; মাফাকা ৪/৭২, ইয়ানসেন ৩/৭১)।
দক্ষিণ আফ্রিকা: ২৪৮/১০ (৪৩.১ ওভার)। (ক্লাসেন ৯৭, ডি জর্জি ৩৪, আফ্রিদি ৪/৪৭, নাসিম ৩/৩৭)।
ফল: পাকিস্তান ৮১ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কামরান গুলাম।