অলরাউন্ড নৈপুণ্যে গলকে জেতালেন সাকিব

জাতীয় দলে খেলা থেকে সাময়িক বিরতিতে থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। লংকান টি-১০ লিগে গল মার্ভেলসের হয়ে প্রথম ম্যাচেই অলরাউন্ড পারফরম্যান্সে জয় ছিনিয়ে এনেছেন তিনি। তার নেতৃত্বে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে ৭ উইকেটের দারুণ এক জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে গল। 

গল টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ক্যান্ডি তাদের ইনিংসে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে। তবে চন্দরপল হেমরাজ ও দিনেশ চান্দিমালের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে ফেরে দলটি। পঞ্চম ওভারে বল হাতে এসে নিয়ন্ত্রণ আনেন সাকিব। তার ওভারে প্রতিপক্ষ মাত্র ৭ রান সংগ্রহ করে। 

শেষ পর্যন্ত চান্দিমালের ২২ বলে করা হাফ সেঞ্চুরির ওপর ভর করে ক্যান্ডি ১০০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় গলকে। চান্দিমাল ২৫ বলে করেন ৬৬ রান। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় গল। দুই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে সহজ জয়ের পথে থাকলেও দ্রুত তিনটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা। ঠিক তখনই হাল ধরেন সাকিব। আন্দ্রে ফ্লেচারকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। 

জয়ের নায়ক সাকিব ৮ বলে ২০ রান করেন, যেখানে ছিল একটি চারের সঙ্গে দুইটি বিশাল ছক্কা। ফ্লেচার ছিলেন আরও বিধ্বংসী, ২১ বলে করেন ৪১ রান, যাতে ছিল তিনটি চার ও চারটি ছক্কা। 

সাকিবের এমন অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু পেয়েছে গল মার্ভেলস।

Exit mobile version