অলিখিত ফাইনালে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ফলে আজ তৃতীয় ও শেষ ম্যাচ জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ নিয়ে বছর শেষ করতে চায় টাইগাররা।
সিরিজ জিততে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। দলে ঢুকেছেন শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন। তাঁদের জায়গা দিতে আজ দলে নেই নাসুম আহমেদ, নুরুল হাসান ও তানজিম হাসান।
এমন লক্ষ্য নিয়ে দুপুরে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু দুপুর ২টায়।
দুই ম্যাচের টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি খেলতে নেমেই হোচট খায় বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরে যায় টাইগাররা।
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নেয় তারা। ৪ উইকেটের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় লিটন দাসের দল। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজের শেষটাও রাঙাতে চায় টাইগাররা। কারণ চলতি বছরে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচ ও সিরিজ জিতে বছর শেষ করতে মুখিয়ে আছে লিটন-হৃদয়রা।
বাংলাদেশ একাদশঃ তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশঃ পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটকিপার), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক আদাইর, ক্রেগ ইয়াং, মার্ক হামফ্রিস ও বেন হোয়াইট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















