আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে অসাধারণ এক কীর্তি গড়েছেন জিম্বাবুয়ের ব্যাটার ব্রায়ান বেনেট। হারারেতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের এই ওপেনার ১৬৯ রানের ঝলমলে এক ইনিংসে খেলেছেন। এই ইনিংস তাকে যেমন রেকর্ডের পাতায় স্থান করে দিয়েছে তেমনি দলকে এনে দিয়েছে জয়। ৪৯ রানের জয়ে তারা সিরিজে এগিয়ে গেছে।
জিম্বাবুয়ের করা ৫ উইকেটে ২৯৯ রানের জবাবে আয়ারল্যান্ড ২৫০ রানে সব উইকেট হারায়।
২১ বছর ৯৬ দিন বয়সে বেনেট এই সেঞ্চুরি করেন। এত কম বয়সে জিম্বাবুয়ের আর কোনো ব্যাটার দেড়শ রানের ইনিংস খেলতে পারেনি। বিশ্ব ক্রিকেটে ওয়ানডে তালিকায় বেনেটের ইনিংসটি চতুর্থ স্থানে রয়েছে। তিনি পেছনে ফেলেছেন ক্রিস গেইল, বিরাট কোহলিদের মতো তারকাদের।
গেইল খেলেছিলেন ১৫২ রানের ইনিংস। ২০০১ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে খেলার সময় তার বয়স ছিল ২১ বছর ৩২৮ দিন। কোহলি যখন ১৮৩ রানের ইনিংস খেলেছিলেন তখন তার বয়স ছিল ২৩ বছর ১৩৪ দিন। এই তালিকায় বাংলাদেশের তামিম ইকবালও রয়েছেন। ২০০৯ সালে বুলাওয়াতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৪ রান করেছিলেন তামিম। তখন তার বয়স ছিল ২০ বছর ১৪৯ দিন।
তালিকার শীর্ষে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। ২০ বছর ৪ দিন বয়সে তিনি ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন কানাডার বিপক্ষে ২০১০ সালে। আফগানিস্তানের ইব্রাহিম জাদরান রয়েছেন দ্বিতীয় স্থানে। ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলার সময় তার বয়স ছিল ২০ বছর ৩৫৩ দিন।