অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ওয়ানডে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড। শুক্রবার রাতে লন্ডনের লর্ডসে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে অজিদের ১৮৬ রানের বিশাল বড় ব্যবধানে হারায় ইংলিশরা।
বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হওয়ায় ১১ ওভার কাটা হয়। ফলে ৩৯ ওভারের খেলায় আগে ব্যাট করতে নেমে মাত্র ৫ উইকেটে ৩১২ রান সংগ্রহ করে স্বাগতিক ইংল্যান্ড। জবাবে ২৪.৪ ওভারে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
সিরিজ নির্ধারণী অঘোষিত ফাইনালে রোববার মুখোমুখি হবে দুই দল।