১৯ নভেম্বর ২০২৩ থেকে ২৪ জুন ২০২৪। আহমেদাবাদ থেকে সেন্ট লুসিয়া। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচ। ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গিয়েছিলো ভারত। এবার সেই দলটাকেই কিনা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলো ভারতীয় দল।
সুপার এইটের ম্যাচে টানা দুই জয় নিয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়ে ভারতীয় দল জয় তুলে নিয়েছে ২৪ রানের আয়েশী জয়। যে জয়ে রোহিত শর্মারা পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। আর খাদের কিনারায় অস্ট্রেলিয়া। অজিরা এখন তারা চেয়ে আছে আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচের দিকে।
কাগজে-কলমে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ আছে বাংলাদেশেরও। অবশ্য কঠিন সমীকরণ পাড়ি দিতে হবে নাজমুল হোসেন শান্তদের। আগে ব্যাট করলে অন্তত ৬১ রানের ব্যবধানে আফগানিস্তানকে হারাতে হবে। আর পরে ব্যাট করলে জিততে হবে ১৩ ওভারের মধ্যেই।
অন্যদিকে এই সমীকরণ পার হতে না পারলেও বাংলাদেশের জয়ে কপাল খুলবে অস্ট্রেলিয়ার। আর আফগানিস্তান জিতলে তারা খেলবে সেমিফাইনাল।
সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে ৭ উইকেটে ১৮১ রান তুলতে সমর্থ হয় অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
টস : অস্ট্রেলিয়া
ভারত : ২০৫/৫ (রোহিত শর্মা ৯২, ভিরাট কোহলি ০, রিশভ পন্থ ১৫, সূর্যকুমার যাদব ৩১, শিভাম দুবে ২৮, হার্ডিক পান্ডিয়া ২৭*, রবীন্দ্র জাদেজা ৯* ও অতিরিক্ত ৩)
অস্ট্রেলিয়া : ১৮১/৭ (ডেভিড ওয়ার্নার ৬, ট্রাভিস হেড ৭৬, মিচেল মার্শ ৩৭, গ্লেনম্যক্সওয়েল ২০, মার্কাস স্টয়নিস ২, টিম ডেভিড ১৫, ম্যাথু ওয়েড ১, প্যাট কামিন্স ১১*, মিচেল স্টার্ক ৪* ও অতিরিক্ত ৯)
ম্যান অফ দ্য ম্যাচ : রোহিত শর্মা।