অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ইংল্যান্ড

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সড়াই হল সমানে সমানে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ইংল্যান্ড।

শুক্রবার কারডিফের সোফিয়া গার্ডেন্সে তিন ম্যাচ টি-টোয়ন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারায় ইংল্যান্ড। রোমাঞ্চকর ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৩ সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট আর ৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংলিশরা। ১৯ ওভারে সাত উইকেটে ১৯৪ রান তোলে ইংল্যান্ড।

Exit mobile version