অস্ট্রেলিয়াকে ২৭৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স ট্রফি

সেদিকুল্লাহ অতল

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাট করে আফগানিস্তান সব উইকেট হারিয়ে ২৭৩ রান করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচে জয় পেলে ‘বি’ গ্রুপ থেকে আফগানিস্তান সেমিফাইনালে খেলা নিশ্চিত করবে।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টস জয়ের পর আফগানিস্তান আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু শুরুটা তাদের ভালো ছিল না। ওপেনার রহমানুল্লাহ গুরবাজ রানের খাতা খোলার আগেই বিদায় নেন। তবে সেদিকুল্লাহ অতলের চমৎকার ব্যাটিংয়ে আফগানিস্তান এই ধাক্কা ভালোভাবে সামলে ওঠে। দ্বিতীয় উইকেটে ইব্রাহিম জাদরানের সঙ্গে তিনি ৬৭ রানের জুটি গড়েন।

দুর্ভাগ্য সেদিকুল্লাহ’র। সম্ভাবনা তৈরি করেও সেঞ্চুরির দেখা পাননি। ৮৫ রানে থেমে যায় তার ইনিংসটি। ৯৫ বলে ছয়টি বাউন্ডারির পাশাপাশি তিনটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।

আজমাতুল্লাহ ওমরজাইও খেলেছেন চমৎকার এক ইনিংস। ৬৩ বলে করেছেন ৬৭ রান। একটি মাত্র বাউন্ডারি ছিল তার ইনিংসে। তবে পাঁচটি ওভার বাউন্ডারিতে সমৃদ্ধ করেছিলেন ইনিংসটি।

আফগানিস্তানের ইনিংসটি বড় হওয়ার পেছনে অস্ট্রেলিয়ার বোলারদের যথেষ্ঠ অবদান রয়েছে। অতিরিক্ত খাত থেকে আফগানদের ইনিংসে যোগ হয়েছে ৩৭ রান। ওয়াইড বল ছিল ১৭টি।

আফগানিস্তান: ২৭৩/১০ (সেদিকুল্লাহ ৮৫, আজমাতুল্লাহ ৬৭, ইব্রাহিম জাদরান ২২, হাসামাতুল্লাহ ২০, রশিদ খান ১৯ ও অতি: ৩৭)।

Exit mobile version