নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো উড়ে গেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৯ উইকেটে বাংলাদেশের করা ১৯৮ রান ১০ উইকেট ও ১৫১ বল হাতে রেখেই টপকে যায় অজি নারীরা। ৭৭ বলে অপরাজিত ১১৩ রান করেছেন অধিনায়ক অ্যালিসা হিলি। অপর ব্যাটার ফোয়েবে লিচফিল্ড ৭২ বলে ৮৪ রান করেছেন।
পাকিস্তানকে হারিয়ে এবারের নারী বিশ্বকাপ শুরু করলেও পরে টানা চার ম্যাচেই হারলো নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশ দল তাদের শেষ দুই ম্যাচ খেলবে শ্রীলংকা ও স্বাগতিক ভারতের বিপক্ষে।
