অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে ভারতের সিরিজ জয়

সেঞ্চুরির পর শ্রেয়স আয়ারের উল্লাস

ওয়ানডে বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। সেই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে তিন ম্যাচের সিরিজ খেলছে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ভারত। তবে সিরিজে ভারতের কাছে কোন পাত্তাই পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে শুরতে ব্যাটিং করে বড় স্কোর অন্যদিকে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের আগে বৃষ্টিবাধা। সব মিলিয়ে তাদের জয়টা সহজ করে দেয়। সব মিলিয়ে তাদের জয়টা এসেছে ৯৯ রানে। আগে ব্যাট করে ভারত ৫০ ওভারে করেছিল ৩৯৯ রান। বৃষ্টির পর অজিদের লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ৩১৭। তবে ২৮ ওভারেই ২১৭ রান করে অলআউট হয়ে যায় সফরকারীরা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ১৬ রানে সাজঘরে ফেরে ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় ভারত। ২০০ রানের জুটি গড়েন শুভমান গিল ও শ্রেয়াস আয়ার। গিল ১০৪ ও আয়ার ১০৫ রানের ইনিংস খেলেন। এর পর অর্ধশতক হাঁকান লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদব। রাহুল ৩৮ বলে ৫২ রান করে আউট হলেও সূর্যকুমার অপরাজিত থাকেন ৩৭ বলে ৭২ রানে।

Exit mobile version