অস্ট্রেলিয়া–ইংল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কাটল আইসিসি, খেলোয়াড়দের জরিমানা

জয়ের আনন্দের মধ্যেই শাস্তি আর জরিমানার খবর শুনতে হয়েছে অস্ট্রেলিয়া দলকে। একই খবর শুনতে হয়েছে এজবাস্টনে অ্যাশেজের প্রথম টেস্ট হেরে হতাশায় ডুবে যাওয়া ইংল্যান্ডকেও। স্লো ওভার রেটের জন্য দুই দলকেই শাস্তি দিয়েছে আইসিসি। দলীয় শাস্তির সঙ্গে দুই দলের খেলোয়াড়দের জরিমানাও করা হয়েছে।

শাস্তি হিসেবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দলকে টেস্ট চ্যাম্পিয়নশিপে ২ পয়েন্ট করে কেটে নিয়েছে আইসিসি। আর দুই দলের খেলোয়াড়দেরই ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

নির্ধারিত সময়ে দুই দলই দুটি করে ওভার কম বোলিং করেছে। এ কারণে দুই দলকে এই শাস্তি দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ইংল্যান্ডের বেন স্টোকস বিষয়টি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

২ পয়েন্ট কেটে নেওয়ায় টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের প্রথম ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১০ হলো। আর ইংল্যান্ডের পয়েন্ট এখন মাইনাস ২। যার মানে কোনো পয়েন্ট না পেয়েও টেস্ট চ্যাম্পিয়নশিপের ৭টি দল তাদের ওপরে আছে।

আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিটি স্লো ওভারের জন্য খেলোয়াড়দের ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়। ২ ওভারের জন্য কেটে নেওয়া হয়েছে প্রত্যেকের ৪০ শতাংশ ম্যাচ ফি। আর টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, প্রতিটি স্লো ওভারের জন্য দলগুলোর ১টি করে পয়েন্ট কাটা হয়।

Exit mobile version