পার্থে দুই দিনে গুঁড়িয়ে যাওয়ার পর ব্রিসবেনে ইংল্যান্ডের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর সুযোগ। কিন্তু গল্পটা বদলালো না। আরও একবার শক্তির পার্থক্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে ৮ উইকেটে জিতে অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়ার দাপট – অ্যাশেজে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।ইতিহাসও যেন ইংল্যান্ডের বিপক্ষেই। অ্যাশেজে প্রথম দুই টেস্ট জিতে শেষ পর্যন্ত শুধু একবারই কোনো দল সিরিজ হারেছে । সেটাও ১৯৩৬-৩৭ সালে ইংল্যান্ডই। এবারও সেই ছায়া বড় হয়ে সামনে এসে দাঁড়িয়েছে।

রবিবার চতুর্থ দিনের সকালে ৬ উইকেটে ১৩৪ রানে দিন শুরু করে ইংল্যান্ড। ইনিংস হার এড়াতে প্রয়োজন ছিল ৪৩ রান। “বাজবল” আগ্রাসন ভুলে স্টোকস-জ্যাকস দেখেশুনে খেললেন। প্রথম সেশনে উইকেট না হারিয়ে স্কোর গড়াল ১৯৩ এ।এরপরই ভাঙে দৃঢ় জুটি। জ্যাকসের শটে, এক হাতে অবিশ্বাস্য এক ক্যাচ লুফে নেন স্টিভ স্মিথ। দলীয় ২২৪ রানে জুটি ভাঙার পর আর দূরে যেতে পারেননি স্টোকসও। ১৪৮ বলে ৫০ রানে নেসারের বলে ধরা আউট হন তিনি।
ইংল্যান্ডের ইনিংস থামে ২৪১ রানে। পুরো ধ্বংসযজ্ঞের নায়ক নেসার , মাত্র ৪২ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। স্টার্ক ও বোল্যান্ডের ঝুলিতে যায় ২টি করে উইকেট। ইংল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পরে অস্ট্রেলিয়ার সামনে মাত্র ৬৫ রানের টার্গেট আসে। ৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ১০ ওভারেই এই রান তুলে নেয় টিম অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ৬ টি সহ ম্যাচে মোট ৮ উইকেট ও ব্যাট হাতে ৭৭ রানে ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক।২-০ তে এগিয়ে থেকে সিরিজ জয়ের লক্ষ্যে আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ৩৩৪ ও ২৪১ (স্টোকস ৫০, ক্রলি ৪৪ ; নেসার ৫/৪২, বোল্যান্ড ২/৪৭, স্টার্ক ২/৬৪)।
অস্ট্রেলিয়া: ৫১১ ও ৬৯/২ (স্মিথ ২৩*, ওয়েদেরাল্ড ১৭*; আটকিনসন ২/৪৭)
ফলাফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















