সবশেষ বিপিএলে রানার্সআপ হয়েছিল চিটাগাং কিংস। আর এই দলটির ফাইনালে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আলিস আল ইসলাম। কিন্তু চোটের কারণে ফাইনাল ম্যাচে তাকে ছাড়ায় নামতে হয় চিটাগাং দলকে।
এরপর জানা যায় সেই চোটের জন্যই অস্ত্রোপচার করতে হচ্ছে এই রহস্য স্পিনারকে। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ব্যাটিংয়ের সময় আঘাত পান আলিস। এরপর নিজেদের ইনিংসের শেষ ওভারে রান নিতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন আলিস।
এরপর মাস পেরিয়ে গেলেও আর মাঠে ফিরতে পারেননি তিনি। ক্রিকেটে ফিরতে অস্ত্রোপচার করাতে হচ্ছে আলিসকে। সবকিছু ঠিক থাকলে ঈদের পরই অপারেশন হবে আলিসের। বিষয়টা নিশ্চিত করেছে বিসিবির মেডিকেল বিভাগ।
ব্যাংককে যাওয়ার ভিসা প্রসেসিং চলমান আলিসের। তার অস্ত্রোপচার হবে ব্যাংককের ফিফা স্পোর্টস মেডিসিন সেন্টারে। অস্ত্রোপচারের পর কমপক্ষে ৮ থেকে ১০ মাস মাঠের বাইরে থাকতে হবে আলিসকে! এমনকি সেটা বছর খানেকও লেগে যেতে পারে।
এ বিষয়ে আলিস বলেন,‘ তিনিও চান যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে। কারণ অস্ত্রোপচারের পর লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। তাই যত দ্রুত হবে ততই তার ক্যারিয়ারের জন্য মঙ্গল।
সম্ভাব্য ৫ অথবা ৬ এপ্রিল ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন আলিস। এরপরই হবে অপারেশন, তার সঙ্গে থাকবেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।