পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এ জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো কিউইরা।
ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
কিউই ব্যাটারদের মধ্যে এদিন সর্বোচ্চ রান করেছেন দারুণ ফর্মে থাকা ফিন অ্যালেন। তাঁর ব্যাট থেকে আসে ৭৪ রান। টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ অর্ধশতক হাঁকানো অ্যালেনের ব্যাট থেকে আসে সাতটি চার ও পাঁচটি ছক্কা। ম্যাচ উইনিং পারফরম্যান্সে তাঁর হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
অ্যালেনের সাথে ব্যাটিংয়ে শক্ত জুটি গড়তে থাকা অধিনায়ক কেন উইলিয়ামসন ম্যাচের ১১তম ওভারে হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়ার আগে করেছেন ১৫ বলে ২৬ রান।
এদিন পাকিস্তানের সবচেয়ে সফল বোলার ছিলেন হ্যারিস রউফ। ৩৮ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তিনি।
১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ৬৬ রান ও ফখর জামান ৫০ রানের দূর্দান্ত ইনিংস খেললেও শেষ পর্যন্ত পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যেতে পারেননি।
শেষ পর্যন্ত ম্যাচের ১৯তম ওভারের তৃতীয় বলে অলআউট হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ রানের হারের স্বাদ গ্রহণ করে শাহিন আফ্রিদির দল।
নিউজিল্যান্ডের বোলারদের সবাই এদিন ছিলেন দারুণ ছন্দে। তবে পাকিস্তানের চার উইকেট নিয়ে এদিন সবচেয়ে সফল বোলার ছিলেন কিউই পেসার অ্যাডাম মিলনে।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৯৪/৮ (অ্যালেন ৭৪, উইলিয়ামসন ২৬, স্যান্টনার ২৫, কনওয়ে ২০; রউফ ৩/৩৮, আব্বাস ২/৪৩) ।
পাকিস্তান: ১৯.৩ ওভারে ১৭৩ (বাবর ৬৬, ফখর ৫০, শাহিন ২২; মিলনে ৪/৩৩, সিয়ার্স ২/২৮, সাউদি ২/৩১, সোধি ২/৩৩) ।
ফল: নিউজিল্যান্ড ২১ রানে জয়ী।