অ্যান্টিগার প্রথম দিন শেষে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ

অ্যান্টিগার ইতিহাস বলে, প্রথম দিন মানেই যেন বাংলাদেশের জন্য বিভীষিকা। তবে এবার একটু ভিন্ন হাওয়ার ছোঁয়া। যদিও দিন শেষে খানিকটা এগিয়ে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আর অধিনায়ক মিরাজদের স্বস্তি, প্রথম দিনেই অন্তত ম্যাচ থেকে ছিটকে পড়তে হয়নি! অ্যান্টিগা টেস্টের প্রথম দিন শেষে ৮৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান। আলোকস্বল্পতায় খেলা শেষ হয়েছে ছয় ওভার আগে।

টেস্ট নেতৃত্বের অভিষেকে মিরাজ টস জয়েই দারুণ খুশি বাংলাদেশ।! কারণ আগের দুবার এই মাঠে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বিধ্বস্ত হতে হয়েছিল টাইগাররা। একবার প্রথম ইনিংসে ৪৩, আরেকবার ১০৩ রানে গুটিয়ে যায় টিম বাংলাদেশ।

এবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে হেরে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনের শুরুতেই তাসকিনের জোড়া আঘাতে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।

তবে মিকাইল লুইস ও কাভেম হজের ব্যাটে দ্বিতীয় সেশনেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। স্কোরবোর্ডে ২৫ রান যোগ হতেই দুই উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। শুরুর দুটি উইকেটই তুলে নেন পেসার তাসকিন আহমেদ।

ক্রেইগ ব্র্যাথওয়েটকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন ডানহাতি এই পেসার। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪ রান। আর কেসি কার্টি কোনো রান না করেই ফেরেন সাজঘরে। তাকসিনের বলে তাইজুলের হাতে ক্যাচ দেন এই ব্যাটার। ২৫ রানের মাথায় দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে স্বাগতিকরা।

কিন্তু এরপর সেই চাপ সামাল দেন মিকাইল লুইস ও কাভেম হজ। তাতের তৃতীয় উইকেট জুটিতে আসে ৫৯ রান। হজ আউট হলে অ্যালিক অ্যাথানেজকে সাথে নিয়ে এগোতে থাকেন লুইস। চা বিরতিতে যাওয়ার আগে স্বাগতিকদের স্কোরবোর্ডে তখন ৩ উইকেটে ১১৬ রান।

এবার তৃতীয় সেশনের শুরুতে শরিফুল ও হাসান মাহমুদকে আক্রমণে আনেন অধিনায়ক মিরাজ। কিন্তু যে কারণে তাদের হাতে বল তুলে দেওয়া, তা আর হলো না। উল্টো দ্রুত রান তুলতে থাকেন লুইস ও অ্যাথানেজ।

এবার তাইজুলকে নিয়ে স্পিন আক্রমণ! ৬৫তম ওভারে তাইজুলের বলে স্লিপে ক্যাচ তুলে দেন লুইস। অধিনায়ক মিরাজ সহজ এই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। নিজে ক্যাচ মিস করে। এবার মিরাজই নিজেই ফিরিয়েছেন লুইসকে।

সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে, ঠিক তখন মিরাজের বলে বড় শট খেলতে গিয়ে স্লিপে শাহাদত হোসেন দিপুর হাতে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। ২১৮ বলে ৯৭ রান করে তাকে ফিরতে হয় সাজঘরে। লুইসের বিদায়ে ভাঙে চতুর্থ উইকেটে ১৪০ রানের জুটি।

এরপর উইকেটে টিকতে পারেননি অ্যাথানেজও। তিনিও আউট হয়েছেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। এবার তাইজুলের বলে উইকেটের পেছনে লিটনের ক্যাচ হয়ে ফেরেন এই ব্যাটার। আউট হওয়ার আগে ১৩০ বলে ৯০ রান করেন অ্যাথানেজ। ২২৮ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

শেষ বিকেলে ডি সিলভাকে সাথে নিয়ে দিনের বাকিটা সময় পার করেন জাস্টিন গ্রিভস। দিন শেষে ডি সিলভা অপরাজিত আছেন ১৪ রানে। অপর প্রান্তে গ্রিভস অপরাজিত আছেন ১১ রান নিয়ে। বল হাতে বাংলাদেশের হয়ে তাসকিন ২ উইকেট। এছাড়া তাইজুল ও মিরাজ ১টি করে উইকেট নেন।

Exit mobile version