টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। সেই জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে, লর্ডসে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১১৪ রানের বড় ব্যবধানে হারালো ইংল্যান্ড। এই জয়ে তিন টেস্টের সিরিজে ১-০ লিড নিলো স্বাগতিকরা।
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১২১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের পক্ষে অভিষেক টেস্ট খেলতে নেমে ৭ উইকেট পেয়েছেন গাস এটকিনসন। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৭১ রানের বড় সংগ্রহ পায়। ২৫০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ১৩৬ রানে অলআউট গুটিয়ে যায়। ফলে ইনিংস ও ১১৪ রানের বড় ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।
ক্যারিয়ারে ১৮৮ টেস্ট খেলা অ্যান্ডারসন ৭০৪ উইকেট নিয়ে এই ম্যাচে খেলতে নেমেছিলেন। প্রথম ইনিংসে এক উইকেট তুলে নেয়া অ্যান্ডারসন দ্বিতীয় ইনিংসে আর তিন উইকেটে পেয়েছেন।