ঢাকার পর নিজেদের মাঠেও হার দিয়ে বিপিএল শুরু করলো সিলেট স্ট্রাইকার্স। সোমবার সিলেটে দিনের প্রথম ম্যাচে অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরিতে ৮ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। সিলেটের দেয়া ২০৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার আজিজুল হাকিম শুন্য রানে বিদায় নেন।
এরপর সাইফ হাসানকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তোলেন অ্যালেক্স হেলস। দারুণ ব্যাটিংয়ে সাইফ হাসান ৪৯ বলে ৩ চার ও সাত ছক্কায় ৮০ রান করে দলীয় ১৮৮ রানের মাথায় বিদায় নেন। তবে এর মাঝেই সেঞ্চুরি তুলে নেন অ্যালেক্স হেলস। এসময় তাকে সঙ্গ দেন ইফতিখার আহজমেদ। শেষ পর্যন্ত অ্যালেক্স হেলস ৫৬ বলে ১০ বাউন্ডারি ও ৭ ছক্কায় ১১৩ রান করে আপরাজিত থাকেন।
এছাড়া ইফতেখার ৮ রান করে অপরাজিত থাকেন। ফলে ১৯ ওভারে ২ উইকেটে ২১০ রান তোলে শিরোপা প্রত্যাশি রংপুর রাইডার্স। বল হাতে সিলেটের পক্ষে তানজিম হাসান সাকিব ৪ ওভারে ২৩ রানে নেন দুটি উইকেট।
এর আগেসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান সংগ্রহ করেছে তারা। ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে দারুণ শুরু করে রনি তালুকদার ও জর্জ মুন্সি। দারুণ শুরুর পর জর্জ মুন্সি দলীয় ৪৭ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রান করে বিদায় নেন।
এরপর ওয়ানডাউনে ব্যাটিংয়ে নামা জাকির হাসানকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে ঝড় তুলে হাফসেঞ্চুরি তুলে নেন রনি তালুকদার। অবশেষে দলীয় ৮৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সিলেট। রনি ৩২ বলে সাত বাউন্ডারি ও তিন ছক্কায় ৫৪ রান করে মেহেদী হাসানের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন।
চার নম্বরে ব্যাটিংয়ে নেমে পল স্টার্লিং ১৬ রান করে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। চতুর্থ উইকেট জুটিতে জাকিরের সঙ্গে জুটি গড়েন যুক্তরাষ্ট্রের তারকা অলরাউন্ডার অ্যারন জোন্স। এরপর জাকির ৩৮ বলে ৪ ছক্কায় ৫০ রান পূর্ণ করে সাইফউদ্দিনের বলে ক্যাচ দিয়ে ফেরেন। ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান।
এরপর অ্যারন জোন্সের সঙ্গে জুটি গড়েন জাকের আলী ব্যাটিংয়ে ঝড় তোলেন। তাদের ঝড়ো ইনিংসে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রান তোলে সিলেট। অ্যারন জোন্স ১৯ বলে অপরাজিত ৩৮ ও জাকের মাত্র ৫ বলে তিন ছক্কায় ২০ রান করে অপরাজিত থাকেন। বল হাতে রংপুরের হয়ে সাইফউদ্দিন ৪ ওভারে ৩১ রানে ২ উইকেট নেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















