নভেম্বরেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ। সেই লড়াইকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে আগের মতোই নেতৃত্ব দেবেন বেন স্টোকস, আর তার ডেপুটি হিসেবে রাখা হয়েছে তরুণ অলরাউন্ডার হ্যারি ব্রুককে।
স্টোকসের প্রাপ্যতা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ইসিবি আশাবাদী, পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেই তিনি প্রথম টেস্ট থেকে মাঠে ফিরতে পারবেন। কাঁধের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে গত আগস্টে ওভাল টেস্টে খেলতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক।
এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন দুই গুরুত্বপূর্ণ বোলার। বাঁ হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠেছেন পেসার মার্ক উড এবং আঙুলের চোট কাটিয়ে ফিরেছেন স্পিনার শোয়াইব বশির।
অ্যাশেজের জন্য ইংল্যান্ড দল:
বেন স্টোকস (অধিনায়ক), হ্যারি ব্রুক, জফরা আর্চার, গাস আটকিনসন, শোয়াইব বশির, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জ্যামি স্মিথ, জশ টাং ও মার্ক উড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















