অ্যাশেজে ইংলিশ ক্রিকেটারদের জার্সি বিভ্রাট, একই দিনে জার্সি বিভ্রাট ভারতীয় দলেও!

জার্সি বদল করে মাঠে নামেন ইংল্যান্ডের ক্রিকেটাররা

আবারো জার্সি বিভ্রাট। এবার তা অ্যাশেজের পঞ্চম টেস্টের তৃতীয় দিনে। তবে এই বিভ্রাট ইচ্ছাকৃত। ডিমেনশিয়া আক্রান্তদের সমর্থনে এই পদক্ষেপ নিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। সবাই সজ্ঞানেই এভাবে জার্সি পরেছেন। মূলত এটি একটি প্রদর্শনী ছিল।

ওভালে ভুল জার্সি পরে স্টোকসরা বোঝালেন, মানবতা হোক মানুষের জন্য। তারা একে অপরের নামে জার্সি পরে এইদিন মাঠে নামেন। ইংল্যান্ড এন্ড ওয়েলসের আলজেইমার সোসাইটির সমর্থনে বেন স্টোকস এবং জো রুটরা একে অপরের নাম ও নম্বর লেখা জার্সি পরে খেলতে নেমেছেন।

প্রতীকি বিভ্রান্তি হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। যার ভুক্তভোগী হন ডিমেনশিয়া রোগে আক্রান্তরা। এটি এমন একটি রোগ যা স্মৃতি শক্তি নষ্ট করে দেয়। সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে এবং তাদের সমর্থনে এই দিন সাময়িক বিভ্রান্ত তৈরি করলেন ইংল্যান্ডের ক্রিকেটেররা। ম্যাচ শুরুর আগে সব ক্রিকেটার মাঠে সারি দিয়ে দাঁড়ান। সেখানে সবার পিঠে সেই ভুল নাম ও নম্বরের জার্সি তুলে ধরা হয়। তবে ব্যাটিং করার সময় নিজের জার্সি পরেই মাঠে নামছেন তাঁরা। জার্সি বদল না করলেও এই মানবিক উদ্যোগে মাঠে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

একই দিনে জার্সি বিভ্রাট দেখা যায় ভারতীয় দলেও। সেটি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচে। এদিন ভারতের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নামেন স্যামসন। পরে ছয় নম্বরে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। তার পরেই হতবাক সবাই। দেখা যায় সূর্যের জার্সিতে স্যামসনের নাম ও নম্বর লেখা।

ম্যাচ চলাকালীন সময়ে সেটি অনিচ্ছাকৃত ভূল মনে হলেও পরে জানা যায়, আসল সমস্যা ছিলো সূর্যের জার্সির মাপে। তিনি যে মাপের জার্সি পরেন তার থেকে ছোট জার্সি গিয়েছে সে দেশে। সতীর্থ স্যামসনের জার্সি তাঁর গায়ে ঠিক হওয়ার ফলে সেই জার্সি পরেই খেলতে নেমেছিলেন তিনি।

Exit mobile version