এরচেয়ে সুন্দর সমাপ্তি আর কী হতে পারে? স্টুয়ার্ট ব্রড আসলেই ভাগ্যবানদের একজন। ক্যারিয়ারের শেষ বলে পেয়েছেন উইকেট আর এ বলেই দলের জয় নিশ্চিত হয়েছে।
রোমাঞ্চ আর উত্তেজনায় ভরপুর ছিলো এবারের অ্যাশেজ। শেষ হাসিটা হাসল ইংল্যান্ডই। নাটকীয় ম্যাচ শেষে অস্ট্রেলিয়াকে তারা হারাল ৪৯ রানে।
ওভালে সোমবার শেষ দিনে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৪৯ রান। হাতে ছিলো ১০ উইকেট। ফলে জয়ের পথে অনেকটাই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তবে শেষ দিনে ইংলিশ বোলারদের আঁটসাঁট বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ৩৩৪ রানে গুটিয়ে গেছে তারা। ৩৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া অলআউট হয় ৩৩৪ রানে। সৌভাগ্যবশত তাই জয় দিয়ে শেষ হলো স্টুয়ার্ট ব্রডের অধ্যায়। ২-২ সমতায় শেষ হলো এবারের অ্যাশেজ সিরিজ।
এর আগে ২০১৯ সালে ওভালে জিতে ২-২ সমতায় অ্যাশেজ শেষ করে ইংল্যান্ড। এবারও ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ না জেতার অতৃপ্তি নিয়ে দেশে ফিরবে অস্ট্রেলিয়া।