বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের গৌরবময় নাম উজ্জ্বল করার অন্যতম কারিগর সাকিব আল হাসান আবারও মাঠে ফিরছেন আইকন ক্রিকেটার হিসেবে। আগামী আবুধাবি টি-টেন লিগের অষ্টম মৌসুমে সাকিব আল হাসানকে আইকন প্লেয়ার হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে বাংলা টাইগার্স। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
বাংলা টাইগার্স দলে সাকিবের সঙ্গে যুক্ত হয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। প্লাটিনাম ক্যাটাগরিতে রশিদকেও দলে নিয়েছে বাংলা টাইগার্স।
সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যেখানে তিনি টি-টেন ন্যাশনাল ক্রিকেট লিগে লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের হয়ে খেলছেন। যদিও এই আসরে সাকিব তার ব্যাটিং বা বোলিংয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি, তবুও তার ওপর ভরসা রেখেছে দলটি। দলের অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ফ্র্যাঞ্চাইজি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সাকিবের চাহিদা একটুও কমেনি। তার আইকন ক্রিকেটার হিসেবে আবুধাবি টি-টেনে ফেরা তার ভক্তদের জন্য নতুন উদ্দীপনার সঞ্চার করবে।