দেখতে দেখতে শেষের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলের এবারের আসর। আর মাত্র ছয় ম্যাচ শেষেই বিশ্বের জনপ্রিয় এই ফ্রাঞ্জাইজি ক্রিকেটের ১৭তম আসরের পর্দা নামবে। গ্রুপে আরও দুই ম্যাচ বাকি থাকলেও ১০ দলের টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। শিরোপা জয়ের রেসে জায়গা করে নিয়েছে কোলকাতা নাইট রাইডার্স, ২০০৮ সালে প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থ্যান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এর মধ্যে প্রথম তিন দলের পয়েন্ট যথাক্রমে ১৯, ১৬ ও ১৫। আর টেবিলের চারে থাকা বেঙ্গালুরুর সংগ্রহ চেন্নাই, দিল্লি ও লক্ষ্ণৌয়ের সমান ১৪ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে শীর্ষ চারে জায়গা করে নেয় ভিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স। শুধু তাই নয় গ্রুপে নিজেদের ১৪তম ও শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারানোর পাশাপাশি সবধরনের সমীকরণ মিলিয়ে-ই জয় পায় বেঙ্গালুরু।
নাটকীয় ম্যাচে ১৭ রানে চেন্নাই সুপার কিংসকে হারাতে হতো বেঙ্গালুরুর। ম্যাচে ভিরাট কোহলিরা জয় তুলে নেয় ২৭ রানে।
কোলকাতা নাইট রাইডার্স বরাবরই আলোচনা থাকে। কিন্তু এবার তারা ছিলো ব্যতিক্রম। তাদের নিয়ে ছিলো না কোন হইচই। কিন্তু টেবিল টপার হিসেবেই তারা জায়গা করে প্রথম কোয়ালিফাইয়ারে। ১৩ ম্যাচে তারা হেরেছে মাত্র দুই ম্যাচ। ৯ জয়ের বিপরীতে একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়। ১৪তম ম্যাচে তারা মুখোমুখি হবে রাজস্থ্যান রয়্যালসের। ওই ম্যাচে তারা হারলেও শীর্ষস্থান হারাবে না।
বিপরীতে এই ম্যাচে রাজস্থ্যানের জয় গুরুত্বপূর্ণ। কেননা প্রথম কোয়ালিফাইয়ারে জায়গা করে নিতে হলে এই ম্যাচটি তাদের জিততেই হবে। অবশ্য টেবিলের তিনে থাকা সানরাইজার্স হায়দরাবাদ গ্রুপে তাদের শেষ ম্যাচ খেলবে টেবিলের নবমস্থানে থাকা পাঞ্জাব কিংসের বিপক্ষে।
রাজস্থান যদি কোলকাতার কাছে হেরে যায় আর সানরাইজার্স শেষ ম্যাচে জয় পায় তাহলে তারাই জায়গা করে নিবে প্রথম কোয়ালিফাইয়ারে।