আইপিএলের এবারের আসরে মাত্র তিনটি ম্যাচ খেলেই নতুন ইতিহাস গড়েছেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার এবার আইপিএলে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় উঠে এসেছেন এক নম্বরে, পেছনে ফেলেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
শনিবার জয়পুরে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচে বল হাতে ঝলসে উঠলেন মুস্তাফিজ। তিনটি উইকেট নিয়ে ম্যাচে ছিলেন দিল্লির সবচেয়ে সফল বোলার। এই ম্যাচে ফেরালেন প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং ও মার্কো জানসেনকে। ফলে আইপিএলে তার মোট উইকেট সংখ্যা দাঁড়াল ৬৫—যা বাংলাদেশের কোনো ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ।
সাকিব আল হাসান আইপিএলে ৯ মৌসুমে ৭০ ইনিংস খেলেও নিতে পেরেছিলেন ৬৩ উইকেট। সেই রেকর্ড ভেঙে এখন এককভাবে শীর্ষে মুস্তাফিজ।
এই ম্যাচে পাঞ্জাবের দেওয়া ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি জয় পায় ১৯.৩ ওভারে। তরুণ সামির রিজভীর দুর্দান্ত ২৫ বলে ৫৮ রানের ইনিংসে জয় নিশ্চিত করে দিল্লি। গুরুত্বপূর্ণ অবদান রাখেন করুন নায়ারও (৪৪)।
শেষ ম্যাচ জিতে মর্যাদার লড়াইয়ে জয় পেলেও দিল্লি প্লে-অফে উঠতে পারেনি। তবে মুস্তাফিজের রেকর্ড গড়া এবং তরুণদের উজ্জ্বল পারফরম্যান্স দলকে সামনে তাকাতে অনুপ্রেরণা দেবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















