এবারের আইপিএলে নাম নেই সাকিবের। পিএসএলের ড্রাফটের শুরুতে নাম থাকলেও পরবর্তীতে নাম সরিয়ে নেন তিনি। ফলে নানা প্রশ্ন ওঠে ক্রিকেট অঙ্গনে। কি সেই কারন তা নিয়ে মুখ খুললেন সাকিব নিজেই।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা, তাই নিজের দলকে সময় দিতে চান সাকিব আল হাসান। দুই দিন আগে কলকাতা নাইট রাইডারসকে সেই কারণ জানিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
আইপিএলের গত আসরে সাকিব আল হাসান কে দলে টানেন কলকাতা নাইট রাইডারস। তবে আন্তর্জাতিক খেলা নিয়ে ব্যস্ততা থাকায় নাম সরিয়ে নেন সেবার। এদিকে জানা গিয়েছিল, পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছিলেন তিনি, পরে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসেন সাকিব নিজেই।
এগুলো ছাড়াও বিশ্বের আরো কিছু ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের। তবে জাতীয় দলকে সময় দেয়ার জন্য এসব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট স্যাক্রিফাইস করবেন বলে জানান সাকিব নিজেই। বলেন, ‘আগে যে ফ্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব।’
কেন এমন সিদ্ধান্ত? এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘আইপিএলে নাম দেইনি। পিএসএলে আমার ম্যানেজার যখন নাম দিয়েছিল, তখন আমি তাকে বলেছি নামটা সরিয়ে নিতে। পিএসএলেও আমার নাম নেই। পরিকল্পনা থাকবে পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি।’
সাকিবের এই সিদ্ধান্তে কপাল খুলেছে জেসন রয়ের। সাকিব খেলবেন না জানার পর একজন বিদেশীকে টিমে নেওয়ার সুযোগ পায় কলকাতা। রয়কে কিনতে কলকাতা নাইট রাইডারস খরচ করেছে ২ কোটি ৪০ লাখ টাকা। তার আইপিএল এ তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি ৫০ লাখ টাকা।
২০১৭ ও ২০১৮ আইপিএলে খেলা রয় সর্বশেষ ২০২১ আইপিএলে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। সেবার ৫ ম্যাচে একটি ফিফটিসহ করেছিলেন ১৫০ রান। ইংল্যান্ডের জার্সিতে ৬৪ টি-টোয়েন্টিতে ১৫২২ রান করা রয়ের স্ট্রাইক রেট ১৩৭.৬১।