আইপিএল নিয়ে বেশি আশা করছেন না রিশাদ

কয়েক দিন পরেই অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মেগা নিলাম। আইপিএলের ১৮তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে সৌদি আরবের জেদ্দায়। ২০২৫ আইপিএলের মেগা নিলাম ড্রাফটে থাকবেন সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানসহ ১২ জন ক্রিকেটার। তার মধ্যে রয়েছেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।

রোববার দুপুরে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টাইগার তারকা আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেন,‘আসলে সবারই স্বপ্ন থাকে আইপিএলে খেলার! তবে অতিরিক্ত আশা করা উচিত নয়। সাধারণত আমি এভাবে চিন্তা করি না। আমি বিপিএল ড্রাফট নিয়েও চিন্তা করি না, আমি শুধু স্বাভাবিক থাকতে চেষ্টা করি। কারণ সবকিছু আল্লাহর হাতে, যা হবে দেখা যাবে।’

তবে বাংলাদেশের এই স্পিনারের নির্দিষ্ট কোন দল নিয়ে আশা নেই। তিনি বলেন,‘আইপিএলে পারফর্ম করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। তবে আমার কোনো নির্দিষ্ট দল নিয়ে আশা নেই। ধরুন, আমি আশা করি চেন্নাই আমাকে নেবে এবং অন্য কোনো দল আমাকে নিয়ে নেয়, তাহলে অবশ্যই খারাপ লাগবে। তাই আপাতত আমি এভাবে চিন্তা করি না।’

নিজের পছন্দের কোন দল আছে কিনা এমন প্রশ্নে বলেন, ‘সাধারণত আমি কলকাতা নাইট রাইডার্স পছন্দ করি। কারণ সেখানে সাকিব ভাই (সাকিব আল হাসান) ও লিটন দা (লিটন দাস) খেলেছেন।’

Exit mobile version