আইয়ুবের ঝড়ো ইনিংসে পাকিস্তানের দাপুটে জয়

অ্যাডিলেডে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ১৪১ বল এবং ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নিয়েছে পাকিস্তান। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা ফেরাতে সক্ষম হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

পাকিস্তানের বোলাররা শুরুতেই অস্ট্রেলিয়ার ওপর চাপ সৃষ্টি করে। টসে জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংসটি থামে মাত্র ১৬৩ রানে। পেসার হারিস রউফ ছিলেন সবচেয়ে বিধ্বংসী। মাত্র ২৯ রানে পাঁচ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। শাহিন আফ্রিদি যোগ করেন আরও তিন উইকেট। এছাড়া উইকেটের পেছনে ৬টি ক্যাচ নিয়ে রেকর্ড স্পর্শ করেন রিজওয়ান, যদিও ক্যাচ মিস না করলে তিনি এককভাবে বিশ্ব রেকর্ড গড়তে পারতেন।

লক্ষ্য তাড়ায় পাকিস্তানের উদ্বোধনী জুটি আবদুল্লাহ শফিক ও সাইম আইয়ুব শুরু থেকেই দাপুটে খেলেন। শফিক সতর্কতার সাথে শুরু করলেও, আইয়ুব দ্রুত রান তোলেন। তিনি প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যারন হার্ডির বলে একের পর এক ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে দ্রুত এগিয়ে নেন। তার ৭১ বলের ৮২ রানের ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৫টি চারের মার।

১৩৭ রানে আইয়ুব আউট হলেও জয়ের কাজটি বাকি ছিল সময়ের ব্যাপার। বাবর আজম ও শফিক সহজেই দলের জয় নিশ্চিত করেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৩৫ ওভারে ১৬৩ (স্মিথ ৩৫, শর্ট ১৯, জাম্পা ১৮, ইংলিস ১৮; রউফ ৫/২৯, আফ্রিদি ৩/২৬)।
পাকিস্তান: ২৬.৩ ওভারে ১৬৯/১ (সাইম ৮২, শফিক ৬৪*, বাবর ১৫*; জাম্পা ১/৪৪)।
ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: হারিস রউফ।

Exit mobile version