আইসিসির নতুন চেয়ারম্যান ভারতের জয় শাহ

কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতের জয় শাহ। ফলে টানা দুই মেয়াদে আইসিসি প্রধানের দায়িত্ব পালন করা গ্রেগ বার্কলের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

এবার আইসিসি বোর্ডের মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন ভারতের জয় শাহ। ফলে আনুষ্ঠানিক নির্বাচন হচ্ছে না। বিষয়টি মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।

এর আগে ২০১৯ সালের অক্টোবর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিবের দায়িত্ব পালন করছেন জয় শাহ। এরপর ২০২১ সালের অক্টোবর থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধানও তিনি।

এবার আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী জয় শাহ। আগামী ১ ডিসেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বার্কলে নতুন মেয়াদে দায়িত্ব নিতে ইচ্ছুক নন বলে গত সপ্তাহে জানিয়েছিল আইসিসি। আগামী নভেম্বরে শেষ হবে তার বর্তমান মেয়াদ।

Exit mobile version