লিস্ট এ ক্রিকেটের মর্যাদা পেলো যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। আসন্ন বিশ্বকাপ শেষে আগামী ৫ জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় আসর। যেখানে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি খেলতে যাওয়ার আগেই লিগটিকে স্বীকৃতি দিলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর পাশাপাশি বিশ্বের অন্যান্য স্বীকৃত লিগগুলোতে খেলছেন সাকিব। যার মধ্যে রয়েছে ভারতের আইপিএল, পাকিস্তানের পিএসএল, শ্রীলঙ্কার এলপিএল আর ক্যারিবিয়ান সিপিএল।
লিস্ট এ মর্যাদা পাওয়ার পর মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এর পরিচালক জাস্টিন গেয়ালে বলেন, ‘আমরা এ খবরটিতে সত্যি খুব রোমাঞ্চিত। এটা আসলে এই টুর্নামেন্টে খেলা খেলোয়াড়দের উচ্চ মানেরই স্বীকৃতি।’