ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ওভাল টেস্ট জয়ে ভারতের পেস আক্রমণের নায়ক ছিলেন মোহাম্মদ সিরাজ। বল হাতে অসাধারণ নৈপুণ্যের পর আইসিসির টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়েও মিলেছে এর প্রতিদান। নতুন হালনাগাদে ১২ ধাপ এগিয়ে সিরাজ এখন অবস্থান করছেন ১৫তম স্থানে—এটাই তার ক্যারিয়ারের সর্বোচ্চ র্যাঙ্কিং।
ওভালের শেষ টেস্টে দুই ইনিংসে সিরাজের শিকার মোট ৯ উইকেট। বিশেষ করে পঞ্চম দিনে মাত্র ৩৫ রানে প্রয়োজনীয় ৪ উইকেট নিতে নামা ইংল্যান্ডের ব্যাটাররা সিরাজের গতির মুখে দাঁড়াতেই পারেনি। একাই তুলে নেন শেষ ৪ উইকেটের ৩টি। ম্যাচ শেষে হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কারও।
সিরাজের সঙ্গে বল হাতে সমানভাবে আলো ছড়িয়েছেন প্রসিধ কৃষ্ণা। প্রথম ও দ্বিতীয় ইনিংসে ৪টি করে মোট ৮ উইকেট তুলে নেন তিনি। এই পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে ২৫ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৫৯তম স্থানে পৌঁছেছেন এই ডানহাতি পেসার।
এক টেস্টে দুই ভারতীয় বোলারের এমন দাপুটে পারফরম্যান্স ৫৬ বছর আগের এক রেকর্ড মনে করিয়ে দেয়। ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিষান সিং বেদি ও এরাপাল্লি প্রসন্ন একই কীর্তি গড়েছিলেন।
অন্যদিকে, ম্যাচ হারলেও ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ও জশ টাং ছিলেন নজরকাড়া। দুজনেরই শিকার ৮টি করে উইকেট। প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নিয়েছেন অ্যাটকিনসন, বর্তমানে তিনি দশম স্থানে। টাং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ১৪ ধাপ, উঠেছেন ৪৬তম স্থানে।
জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ছন্দে ছিলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। ৯ উইকেটের পারফরম্যান্সে উঠে এসেছেন বোলারদের চতুর্থ স্থানে। এটাই তার প্রথমবার ৮০০ রেটিং পয়েন্ট ছাড়িয়ে যাওয়া—বর্তমানে তার রেটিং ৮১৭।
ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ইংলিশ ব্যাটার জো রুট। ওভাল টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তার অবস্থান মজবুত করেছে। এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন হ্যারি ব্রুক। তিনে নেমে গেছেন কিউই তারকা কেন উইলিয়ামসন।
ভারতের যশস্বী জয়সওয়াল ৩ ধাপ এগিয়ে এখন র্যাঙ্কিংয়ে ৫ নম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে হাফ-সেঞ্চুরির সুবাদে ড্যারিল মিচেল ৪ ধাপ এগিয়ে এখন ৯ নম্বরে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ভারতের রবীন্দ্র জাদেজার আধিপত্য বজায় রয়েছে। ব্যাট ও বল—দুই বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্সে এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
