আইসিসি স্বীকৃত এনসিএল টি-টোয়েন্টি এবার চার মাঠে

গত বছর প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যা দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় আসরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এবারের আসর।

বিসিবির চিফ কো-অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘গতবার তো খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। এবার তিনটা ভেন্যু পছন্দ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি ৩টা ভেন্যু চেয়েছে। সে হিসেবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। এটা নিশ্চিত তিনটি ভেন্যুতেই হবে টুর্নামেন্ট।’

তবে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম জানিয়েছেন, এনসিএল টি-টোয়েন্টির জন্য চারটি মাঠ প্রস্তুত করা হচ্ছে। এই চার ভেন্যু হলো—রাজশাহী, সিলেট, বগুড়া এবং খুলনা। এবার ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরের কোনো মাঠ অন্তর্ভুক্ত নেই।

চার ভেন্যুতে একসাথে ম্যাচ আয়োজন হলে এটি দেশের ঘরোয়া ক্রিকেটে এক নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, বিসিবিও সেই লক্ষ্যেই পরিকল্পনা করছে।

গতবারের মতো এবারের আসরেও দেশের ৮টি বিভাগীয় দল অংশ নেবে। আইসিসি থেকে প্রথম শ্রেণির স্বীকৃতি পাওয়া এনসিএল টি-টোয়েন্টি এখন বিপিএলের আগে স্থানীয় খেলোয়াড়দের জন্য বড় একটি প্রস্তুতি মঞ্চ। এই আসরে ভালো পারফর্ম করলেই বিপিএলে দল পাওয়ার সম্ভাবনা থাকবে দেশি ক্রিকেটারদের।

Exit mobile version