আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাকিব আল হাসান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া চারটার দিকে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে জাতীয় নির্বাচনে অংশ নিতে মাগুরা ১, মাগুরা ২ ও ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের দলীয় আবেদন ফরম নিয়েছিলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। গত ২১ নভেম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে নিজে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন তিনি।

পরবর্তীতে ২৩ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেছেন বাংলাদেশের এই পোষ্টার বয়।

Exit mobile version