কিছুদিন আগেই যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে আসন্ন হংকং সিক্সেস আসরের জন্য ৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলতি মাসেই আরেকটি ভিন্ন দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী। কাতারের রাজধানী দোহায় ১৪ নভেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। ৮ দলের সেই আসরেও বাংলাদেশ “এ” দলের অধিনায়ক হিসেবে থাকছেন আকবর। মঙ্গলবার বিসিবি ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে তার নেতৃত্বে।
এবার বাংলাদেশ ‘এ’ দল করা হয়েছে তারুণ্য নির্ভর। গত আসরে জাতীয় দলে খেলার দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কয়েকজন ক্রিকেটারকে এরকম আসরে খেলিয়ে প্রশ্নের মুখে পড়ে বিসিবি। কিন্তু এবার তরুন উদীয়মান এক ঝাঁক ক্রিকেটারকে নিয়েই দল গড়া হয়েছে। যদিও জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা ইয়াসির আলী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী ও রাকিবুল হাসানরা আছেন এই দলে।
আর ঘরোয়া কিংবা আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বের পরীক্ষায় শতভাগ সফল আকবর হয়েছেন অধিনায়ক। বাংলাদেশ ইমার্জিং দলকে এর আগে নেতৃত্ব দিয়েছেন। আগামী ৭ থেকে ৯ নভেম্বর হংকং সিক্সেস আসরে বাংলাদেশ দলকেও নেতৃত্ব দেবেন তিনি। সেই দলের আবু হায়দার রনি, জিশান আলম, তোফায়েল আহমেদ ও রাকিবুল হাসান আসন্ন এশিয়া কাপ আসরেও আছেন।
এবারের এশিয়া কাপ রাইজিং স্টারস আসরে দুই গ্রুপে ৪টি করে মোট ৮ দল খেলবে। ওমান, হংকং, আরব আমিরাতের মূল জাতীয় দল খেলবে এখানে। আর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের “এ” দল খেলবে।
“এ” গ্রুপে আছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং।
“বি” গ্রুপে আছে ভারত ‘এ’, আরব আমিরাত, পাকিস্তান ‘এ’ ও ওমান
টুর্নামেন্ট শুরু হবে ১৪ নভেম্বর ওমান ও পাকিস্তান “এ” দলের ম্যাচ দিয়ে। ১৫ নভেম্বর বাংলাদেশ “এ” প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে। ১৭ নভেম্বর আফগানিস্তান “এ” ও ১৯ নভেম্বর শ্রীলঙ্কা “এ” দলের বিপক্ষে খেলবেন আকবর আলীরা।
টি২০ ফরম্যাটে একদিনে দুটি করে ম্যাচ সকালে-বিকেলে অনুষ্ঠিত হবে। কাতারের রাজধানী দোহায় অবস্থিত ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে সব ম্যাচ। ২১ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ২৩ নভেম্বর ফাইনাল হবে।
বাংলাদেশ ‘এ’ দলঃ
আকবর আলী (অধিনায়ক), জিশান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, এসএম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















