আগস্টে ভারতের বাংলাদেশ সফর বাতিল হওয়ায় নতুন সিরিজ আয়োজনের চিন্তায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বঘোষণা অনুযায়ী এই মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিল ভারতীয় দলের। তবে চলতি মাসেই নিশ্চিত করেছে বিসিবি—এই বছর আর বাংলাদেশে সফরে আসছে না টিম ইন্ডিয়া। নতুন করে এই সিরিজটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের সেপ্টেম্বরে।
ভারতের সফর বাতিলের পর টাইগারদের সামনে আপাতত কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে এশিয়া কাপ শুরুর সম্ভাব্য তারিখ থাকলেও তার আগ পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটাররা থাকবেন বিশ্রামে। এই সময়ে একটি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। বিষয়টি এখনও আলোচনার স্তরে থাকলেও বিকল্প হিসেবে একটি স্কিল ও ফিটনেস ক্যাম্পের চিন্তাও করছে বোর্ড।
বিসিবির একাধিক পরিচালক জানান, “আগামী মাসের শেষভাগে একটি সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আয়ারল্যান্ড। তবে বেশিরভাগ দলই এই সময়ে ব্যস্ত সূচিতে রয়েছে।”
পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর ছুটিতে আছেন টাইগাররা। কেউ আছেন দেশে, কেউবা বিদেশে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। প্রধান কোচ ফিল সিমন্স ছুটিতে গেলেও আগামী ১৫ আগস্ট ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।
যদি সিরিজ আয়োজন না হয়, তবে সেপ্টেম্বরের আগে জাতীয় দলের তেমন কোনো ম্যাচ নেই। এশিয়া কাপ নিয়ে এখনও এসিসি চূড়ান্ত সূচি দেয়নি, তবে প্রাথমিক সূচি অনুযায়ী টুর্নামেন্ট শুরু ৫ সেপ্টেম্বর, ফাইনাল ২১ তারিখ। ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে ৭ সেপ্টেম্বর। তবে সবকিছুই এখনো আলোচনার পর্যায়ে।
