আগের ম্যাচে জয়ের নায়ক, এবার ব্যর্থতার ছায়ায় সাকিব

মাত্র একদিনের ব্যবধানে একেবারে বিপরীত অভিজ্ঞতার মুখোমুখি হলেন সাকিব আল হাসান। গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত অভিষেকের পর পরের ম্যাচেই যেন নিজেকে খুঁজে পাননি এই বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটে-বলে দুই বিভাগেই হতাশ করেছেন তিনি, জয় পায়নি তার দল দুবাই ক্যাপিটালসও।

শুক্রবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করে দুবাই ক্যাপিটালস তোলে ১৪১ রান। দলটির হয়ে গুলবাদিন নাইব করেন ৩১ ও সেদিকউল্লাহ অটল যোগ করেন ২৫ রান। সাকিব ব্যাট হাতে নেমে ১০ বল খেলে মাত্র ৭ রান করেন। ছক্কার পরের বলেই মোহাম্মদ নবির বলে ক্যাচ তুলে বিদায় নেন তিনি।

বোলিংয়েও সাকিব ছিলেন ম্যাড়ম্যারে। প্রথম ওভারেই দেন ১০ রান, এর মধ্যে দুটি বাউন্ডারি হজম করেন বেন ম্যাকডারমটের কাছ থেকে। বাকি তিন ওভারেও উইকেটের দেখা মেলেনি, মোট চার ওভারে খরচ করেন ৩৪ রান। বল হাতে সেরা ছিলেন কাইস আহমদ, ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নেন একটি উইকেট। তবে তাতে লাভ হয়নি। ১৭ ওভারেই হোবার্ট হারিকেন্স লক্ষ্যে পৌঁছে যায়।

প্রথম ম্যাচে ৫৮ রান ও ৪ উইকেট নিয়ে ম্যাচ জেতানো সাকিবের পারফরম্যান্স নিয়ে আশাবাদী ছিলেন অনেকেই। তবে দ্বিতীয় ম্যাচে হতাশ করায় তাকে নিয়ে তৈরি হয়েছে প্রশ্নও। আগামী ১৪ ও ১৬ জুলাই তার দল খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের বিপক্ষে।

Exit mobile version