পিসিবির দুই গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন আজহার আলি
আজহার আলির হঠাৎ সিদ্ধান্ত । পাকিস্তান ক্রিকেটে আবারও নড়াচড়া দেখা যাচ্ছে নির্বাচক ও প্রশাসনিক পদে । হঠাৎ করেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ছাড়লেন দেশটির সাবেক অধিনায়ক আজহার আলি। নির্বাচক এবং যুব উন্নয়ন বিভাগের প্রধান, দুই পদ থেকেই সরে দাঁড়িয়েছেন আজহার আলি । ৪০ বছর বয়সী এই সাবেক টপ অর্ডার ব্যাটার কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে পদত্যাগপত্রও জমা দিয়েছেন।

যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি মহসিন নাকভির নেতৃত্বাধীন পিসিবি। আজহারের দায়িত্ব কাকে দেওয়া হবে এ নিয়েও বোর্ডের পক্ষ থেকে কোনো ইঙ্গিত নেই। তবে আজহারের পদত্যাগ নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।
২০১০ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আজহার আলি এর। ২০২২ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত ৯৭ টেস্টে করেছেন ১৯ সেঞ্চুরি ও ৩৫ ফিফটি, মোট রান ৭১৪২। ওয়ানডেতে খেলেছেন ৫৩ ম্যাচ; যেখানে তিনটি সেঞ্চুরি ও ১২টি হাফসেঞ্চুরিতে সংগ্রহ ১৮৪৫ রান।
ক্রিকেট ক্যারিয়ারের পর প্রশাসনিক দায়িত্বে তার যাত্রা শুরু হয় ২০২৪ সালের অক্টোবরে। প্রথমে তিনি পাকিস্তান পুরুষ দলের নির্বাচক প্যানেলে জায়গা পান। এক মাস না যেতেই পিসিবি তাকে যুব উন্নয়ন বিভাগের প্রধান করে। তবে সম্প্রতি দায়িত্বের মেয়াদ নিয়ে বোর্ডের সঙ্গে তার টানাপোড়েন বাড়ছিল।
মূল জটিলতা তৈরি হয় আরেক সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে ঘিরে। তাকে পাকিস্তান শাহীনস ও অনূর্ধ্ব–১৯ দলের প্রধান দায়িত্বে আনার আলোচনা বেশ জোরালো। শুধু তাই নয়, বিভিন্ন ট্যুর, ক্যাম্প এবং দলের কার্যক্রমেও সরফরাজকে বড় ভূমিকা দেওয়ার পরিকল্পনা চলছে বলেই শোনা যাচ্ছে।
এখানেই বিরোধ, কারণ সরফরাজ এখনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তবুও গত এক বছর ধরেই তাকে নানা দলের কোচিং ও পরামর্শক ভূমিকায় দেখা যাচ্ছে। এই অনিশ্চিত পরিস্থিতি ও অভ্যন্তরীণ চাপ আজহার আলিকে স্বস্তিতে থাকতে দিচ্ছিল না বলেই মনে করা হচ্ছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















