২০২৫ এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সুপার ফোরে জায়গা করে নিতে হলে লিটন দাসদের জয়ের বিকল্প নেই। তবে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার ফলাফলের দিকেও।
পরিসংখ্যান আর সাম্প্রতিক পারফরম্যান্স বলছে—এগিয়ে আফগানিস্তানই। রশিদ খানের নেতৃত্বাধীন দল এবারের আসরে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে।
মুখোমুখি লড়াইয়ে আফগানিস্তান এগিয়ে। টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক স্মৃতি সুখকর নয়। সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে, যেখানে সেমিফাইনালের টিকিট হারিয়ে আফগানদের কাছে বিদায় নিতে হয়েছিল টাইগারদের। এর আগে ২০২২ সালের এশিয়া কাপে শারজাহতে ৭ উইকেটে হারে বাংলাদেশ।
সর্বমোট ৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে আফগানিস্তান জিতেছে ৫ ম্যাচে, আর বাংলাদেশ জয় পেয়েছে ৪টিতে।
চলতি আসরে দুর্দান্ত শুরু হয় আফগানদের। এবারের আসরে প্রথম ম্যাচেই হংকংকে ৯৪ রানের বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেট (+৪.৭০০) আকাশচুম্বী করেছে আফগানিস্তান। অন্যদিকে, একই প্রতিপক্ষকে হারালেও বাংলাদেশের নেট রান রেট ছিল মাত্র +১.০০১। শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারের পর তা নেমে গেছে -০.৬৫০-এ।
অতীত রেকর্ড আর পরিসংখ্যান আফগানিস্তানকে এগিয়ে রাখলেও, ক্রিকেটে শেষ কথা বলে মাঠের পারফরম্যান্স। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে যদি টাইগাররা নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারে, তবে এখনো আশা আছে সুপার ফোরে খেলার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















