আজ বিপিএলের টিকিট পাওয়া যাবে অতিরিক্ত দু’টি বুথে   

গতকাল বিপিএলের উদ্ভোধনী ম্যাচের টিকিট কিনতে গিয়ে দুর্ভোগে পড়ার পর ক্ষুব্ধ হয়ে যান দর্শকরা। বিক্ষোভ–ভাঙচুরের মধ্যেই কাল শুরু হয়েছে বিপিএলের একাদশ আসর।

বিসিবি তাই ক্রিকেটপ্রেমীদের দুর্ভোগ লাঘবে আজ আরও দুটি বুথ থেকে টিকেট কেনার ব্যবস্থা করেছে। বুথ দুটি হল মিরপুর ১০ এ অবস্থিত ন্যাশনাল সুইমিং কমপ্লেক্স, (এসবিএনসিএস ইনডোর ট্রেনিং সেন্টার সংলগ্ন) ও আরেকটি মিরপুর ১২ তে অবস্থিত সিটি ক্লাব গ্রাউন্ডের টিকিট বুথ।  

বিষয়টি সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বোর্ড। বুথ খোলা থাকবে সকাল ৮টা থেকে। তবে আজ ব্যাংক বন্ধ থাকবে বলে মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট পাওয়া যাবে না।

আজ মঙ্গলবার বছরের শেষ দিন বিপিএলে মুখোমুখি হবে খুলনা টাইগার্স–চিটাগং কিংস এবং রংপুর রাইডার্স–সিলেট স্ট্রাইকার্স। এদিন রাজধানীতে যান চলাচলের ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা মেনে বিপিএলের সূচিতেও পরিবর্তন এনেছে বিসিবি।

দুটি ম্যাচেরই শুরুর সময় দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। খুলনা–চিটাগং ম্যাচ দুপুর ১২টায় ও রংপুর–সিলেট ম্যাচ বিকেল ৫টায় শুরু হবে।

Exit mobile version